প্রেমের নাম বেদনা,
সে কথা তো বুঝিনি আগে ।
দুটি প্রানের সাধনা,
কেন যে বিদূর লাগে ।
যে প্রেম দিল শুধু ছলনা,
কেন তারে ভুলা যায়না ।
কেন তারে ভুলা যায় না ।
যে প্রেম দিল শুধু ছলনা,
কেন তারে ভুলা যায়না ।
কেন তারে ভুলা যায় না ।
তৃষিত আঁখি তবু পথও চেয়ে তার
তৃষিত আঁখি তবু পথও চেয়ে তার,
পরশ কেন লাগে ।
প্রেমের নাম বেদনা,
সে কথা তো বুঝিনি আগে ।
দুটি প্রানের সাধনা,
কেন যে বিদূর লাগে ।
যে মন প্রতিদান পেল না,
সান্তনা সেতো চায় না,
সান্তনা সেতো চায় না,
যে মন প্রতিদান পেল না,
সান্তনা সেতো চায় না,
সান্তনা সেতো চায় না,
আহত আশা কেন মিছে বারে বার,
আহত আশা কেন মিছে বারে বার,
সৃতি হয়ে জাগে ।
প্রেমের নাম বেদনা,
সে কথা তো বুঝিনি আগে ।
দুটি প্রানের সাধনা,
কেন যে বিদূর লাগে ।
Premer Nam Bedona se kotha Bujhini Age Bangla Ganer Kotha, Bangla Song Lyrics
প্রেমের নাম বেদনা গানের লিরিক্স
Reviewed by Bangla Web
on
June 09, 2019
Rating:

No comments: