ও আমার উড়ল পঙ্খী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ভরে,
আমার চোক্ষে বৃষ্টি পরে
তোর হইবে মেঘের উপরে বাসা
ও আমার উড়াল পঙ্খী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট ইইল পষ্ট৷৷
দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা ।
তোর হইলো মেঘের উপরে বাসা
ও আমার উড়ল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা।
মেঘবতী মেঘকুমারী
মেঘের উপরে থাক
সুখ দুঃখ দুই বইনেরে
কোলের উপরে রাখ
মাঝে মইধ্যে কান্দন করা
মাঝে মইধ্যে হাসা
মেঘবতী আজ নিয়াছে
মেঘের উপরে বাসা
ও আমার উড়াল পক্ষীরে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে
আমার চোক্ষে বৃষ্টি পরে,
তোর হইবে মেঘের উপরে বাসা।
ও আমার উড়াল পঙ্খীরে
যা যা তুই উড়াল দিয়া যা৷
ও আমার উড়ল পঙ্খী রে
Reviewed by Bangla Web
on
June 09, 2019
Rating:

No comments: