বন্ধু হতে চেয়ে তোমার,
শত্রু বলে গণ্য হলাম।
তবু একটা কিছু হয়েছি যে,
তাতেই আমি ধন্য হলাম।
বন্ধু হতে চেয়ে তোমার,
শত্রু বলে গন্য হলাম।
না হয় ভেজালে নাম,
একটু হাসির বৃষ্টি তে,
আমায়ে দেখে জ্বাললে
আগুন ঐ দৃষ্টি তে!
তবু অন্য হাজার জনের
মাঝে অনন্য হলাম।
শত্রু বলে গণ্য হলাম।
বন্ধু হতে চেয়ে তোমার,
শত্রু বলে গণ্য হলাম।
তোমার অনুরাগে নাই বা
হলাম ছন্দময়।
বন্ধু হতে চেয়ে তোমার লিরিক্স
বন্ধু হতে চেয়ে তোমার লিরিক্স
Reviewed by Bangla Web
on
June 09, 2019
Rating:

No comments: