আমার এ দুটি চোখ, পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মতো, তোমার পথের পানে
বয়ে বয়ে যায়
আমার এ দুটি চোখ, পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মতো, তোমার পথের পানে
বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়
আমি তো বাগান নই, তবু কেন ফুটে ফুল
আগুনে ফিরে আসে, ভ্রমরের মতো হুল
কতো বরষায় আমার হৃদয় শুধু
মেঘ হয়ে যায়, মেঘ হয়ে যায়
আমার এ দুটি চোখ, পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মতো, তোমার পথের পানে
বয়ে বয়ে যায়
শুনিতে চাই না গান, তবু
সুর ফিরে আসে
সপ্নের বাঁশি বাজে,
জীবনের বারো মাসে
কতো রাত্রিতে আমার প্রদীপ শুধু
জ্বলে জ্বলে যায়, জ্বলে জ্বলে যায়
আমার এ দুটি চোখ, পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মতো, তোমার পথের পানে
বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়
bangla song lyrics subir nandi song lyrics Amar E Duti Chokh Pathor To Noy Song Lyrics
আমার এ দুটি চোখ পাথর তো নয় লিরিক্স
Reviewed by Bangla Web
on
June 09, 2019
Rating:

No comments: